বিশেষ প্রতিনিধি
সমাজকে মাদকমুক্ত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক বৃদ্ধ বাবা। নিজের ছেলেকেই ৪ লিটার দেশীয় মদসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে তিনি প্রমাণ করেছেন—সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা যায় না।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলেটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকায় নানা সমালোচনার মুখে পড়ছিল পরিবারটি। অবশেষে সমাজকে অশান্তির হাত থেকে রক্ষা করতে বৃদ্ধ বাবা সাহসী সিদ্ধান্ত নেন। নিজ হাতে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন এবং জব্দ করেন ৪ লিটার দেশীয় মদ।
পুলিশ জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “এটি বিরল এক দৃষ্টান্ত। মাদক ব্যবসায় জড়িত নিজের সন্তানকে আইনের হাতে তুলে দিয়ে বাবা সমাজের জন্য একটি বার্তা দিয়েছেন—মাদককে না বলুন, ন্যায়কে হ্যাঁ বলুন।”