দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ায় মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) সদস্যরা। এ সময় ৩ বোতল মদ, ৩৪৩ গ্রাম গাঁজা এবং ২ প্যাকেট পাতার বিড়ি এবং মালিকবিহীন অবস্থায় ৯৬০ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৮৫০ কেজি অবৈধ কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিজিবি‘র কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-৩৬ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা। বিধি মোতাবেক আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।