লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার দইখাওয়া বাজারস্থ বিদ্যাবাড়ি স্কুল এন্ড কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা (২১) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইদার রহমান এবং মায়ের নাম জরিনা বেগম।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের মতো সামাজিক ব্যাধি রোধে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে ইয়াবা ট্যাবলেটসহ নানা ধরনের মাদকের বিস্তার ঘটছে।
র্যাবের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। মাদক বিরোধী এ ধরনের অভিযান এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে বলে আশা প্রকাশ করেছে সচেতন মহল।