দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকায় নিজের পালন করা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বাড়ির পাশের মাঠে জাইমা খাতুন (৫৫) নামে এক প্রতিবন্ধি মহিলা খুন হয়েছেন।
রোববার (২৫ আগষ্ট) সকাল ন‘টার দিকে তার লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
তিনি চরসাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আফেজ খানের মেয়ে। কিশোরী বয়সে তার বিয়ে হলেও মানসিক ভারস্যহীনতার কারণে তার দাম্পত্যজীবনে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি আর বিয়ে করেন নি। এবং তার কোন সন্তানও নাই। তিনি তার ভাইবোনদের বাড়িতে পালা করে থাকতেন এবং দু-একটা ছাগল পালন করতেন।
এলাকাবাসী এবং দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই হানিফ খান জানান, সকালে খবর পাই মাঠে আমার বোনের লাশ পড়ে আছে। আমরা দ্রুত গিয়ে আনারুল চাঁই এর ধৈঞ্চা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, নিহতের মাধার পিছনের দিকে এবং পায়ে শক্ত আঘাতের চিন্থ রয়েছে। এবং মুখ বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল। ধৈঞ্চার পাতা কাটার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য ধৈঞ্চা ক্ষেতের মালিক সহ ৩ জনকে আটক করা হয়েছে।