বিশেষ প্রতিনিধি।
ফেনীর ছাগলনাইয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। সোমবার পুরাতন মুহুরীগঞ্জ বাজার সংলগ্ন রিয়াজ উদ্দিন কাজী বাড়ির আহাদুন্নবী মুরাদের বসতঘর থেকে এসব মাদক জব্দ করা হয়।
অভিযানে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— শেখ মোহাম্মদ আহাদুন্নবী মুরাদ (৪৪), শেখ মোহাম্মদ নাঈমুল হক সজীব (১৮) এবং সাইফুল আলম মিলন (৪২)। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।