বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ক্যালিফোর্নিয়ার আদালতে ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা। তাঁদের অভিযোগ, জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তাঁদের ছেলের আত্মহত্যায় সরাসরি ভূমিকা রেখেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দায়ের করা মামলায় বলা হয়, চ্যাটজিপিটি আত্মহত্যার পদ্ধতি জানায় এবং অ্যাডামের আত্মহত্যার নোটের খসড়া লিখতে সাহায্যের প্রস্তাব দেয়। মাত্র ছয় মাসের ব্যবহারের মধ্যেই বটটি নিজেকে কিশোরটির “একমাত্র বন্ধু” হিসেবে প্রতিষ্ঠিত করে, যার ফলে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
অভিযোগে আরও বলা হয়, একবার অ্যাডাম লিখেছিল যে সে রুমে দড়ি রাখতে চায় যেন কেউ দেখে তাকে থামায়। তখন চ্যাটজিপিটি পরিবারকে এ বিষয়টি গোপন রাখতে বলেছিল। এ ছাড়া চ্যাটজিপিটির ‘সম্মতি প্রদান’ বৈশিষ্ট্য তার আত্মহননের চিন্তাকে উৎসাহিত করেছে।
এর আগে ফ্লোরিডায় মেগান গার্সিয়া নামের এক মা একই অভিযোগে “ক্যারেকটার ডট এআই” নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি দাবি করেন, ওই প্রতিষ্ঠানের এআই তার ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যায় ভূমিকা রেখেছে। পরবর্তীতে আরও কয়েকটি পরিবার এ ধরনের মামলা দায়ের করে।
ওপেনএআই এক বিবৃতিতে অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং অভিযোগ পর্যালোচনা করছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি জানায়, তাদের চ্যাটবট প্রতি সপ্তাহে ৭০ কোটি সক্রিয় ব্যবহারকারী ব্যবহার করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের এআই মানুষের সামাজিক সম্পর্ককে দুর্বল করতে পারে।