1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে এক রাতে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুকিত বিনতাং এলাকায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। তাঁদের মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি আর ৮৪৫ জন স্থানীয় নাগরিক।

আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন ও অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ নানা অভিযোগে তাঁদের আটক করা হয়।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অনেকে দোকান ও ছাদে লুকানোর চেষ্টা করলেও পুরো এলাকা ঘিরে রাখা হয় বলে সবাই ধরা পড়ে। এ সময় একটি অবৈধ জুয়ার আসরও শনাক্ত করা হয় এবং আটজন বিদেশিকে সেখান থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের প্রাথমিক স্ক্রিনিং শেষে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিস থেকে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় তদন্ত চলছে।

এর আগে গত ৬ আগস্ট পেনাংয়ের বুকিত মের্তাজামে এক কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছিল কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও নিয়মিত তদারকি করা হবে, যাতে অনুমোদিত বিদেশিকর্মী কোটা মানা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews