বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১১ জনের এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা অভিযানে গত চার দিনে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। ১০ আগস্ট সামবাজা এলাকায় অভিযানে তিন জঙ্গি নিহত হওয়ার কথাও জানায় আইএসপিআর।
২০২২ সালের নভেম্বরে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা বেড়েছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় থাকলেও টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়ায় হামলা চালাচ্ছে।