বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় নিপা দেবনাথ (১৮) নামে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন।
ছয় মাস পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় স্বজনরা। নিখোঁজ নিপা দেবনাথ রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের নির্মল দেবনাথের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন বাক-প্রতিবন্ধী নিপা। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। পরে নিখোঁজের বিষয়টি মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট করা হয়। নিখোঁজ নিপার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, তার মুখমন্ডল গোলাকার। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে ছিল কমলা রংয়ের জামা ও আকাশি রংয়ের ওড়না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পান তাহলে এই ০১৭৪৫-৫৭০৯৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।