নেত্রকোণা প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিল আহমেদ নামের এক ব্যক্তি ও বিএনপিকে জড়িয়ে ভাইরাল হওয়া পোস্ট ও প্রকাশিত সংবাদের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: নুরুজ্জামান রিপন স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে প্রেরণ করা হয়৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় – “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিল আহমেদ শরিফ নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে কিছু কিছু অনলাইন পত্রিকা নিউজ আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সাকিল আহমেদ শরিফ দুর্গাপুর উপজেলা বিএনপি বা কোন অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের নেতা বা সদস্য নহে। তাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে এই ধরনের সংবাদ প্রচার করা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কৌশলী ষড়যন্ত্র
বলে আমরা মনে করি।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “যে সমস্ত ব্যক্তি বা সংবাদ মাধ্যম বিএনপিকে জড়িয়ে এই ধরনের বক্তব্য প্রচার করছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই ধরনের কার্যক্রম হতে বিরত থাকার জন্য। অন্যথায়
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরামহীন সংগ্রাম করে চলেছে। বিএনপির কোন পর্যায়ের কোন নেতা-কর্মী আগামী ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান নির্বাচন নিয়ে সম্পৃক্ত নয়। বিএনপি দলগতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তাই বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন মিথ্যা বক্তব্য প্রচার গভীর ষড়যন্ত্রের অংশ।
সাকিল আহমেদ শরিফ তার ব্যক্তিগত অপকর্ম করে থাকলে একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।”
উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলো মূলত তথ্য বিভ্রান্তি। সঠিক তথ্য না জেনে বিএনপিকে জড়িয়ে সেসব পোস্ট করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ।