কালীগঞ্জে বাঁশ কাটার অপরাধে একজন কে কুপিয়ে হত্যা করেছে।
নিহত আল ইসলাম(৩৫) উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আল ইসলামের ঘরের উপরে প্রতিবেশী সোহেল হোসেনের ঝাড়ের বাঁশ এসে পড়ায় তিনি ওই বাঁশ কেটে ফেলেন। তারা জানান, অনেকদিন ধরে বাঁশগুলো ঘরের উপরে ঝুলে পড়লেও বার বার বাঁশগুলো কেটে নিতে বললেও না ১৮ অক্টোবর আল ইসলাম নিজেই সেগুলো কেটে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে পাষন্ড প্রতিবেশী সোহেল হোসেন ও তার পরিবারের সদস্যরা মিলে ইসলাম কে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে মারা গেছেন।
কালীগঞ্জ থানায় শুক্রবার এব্যাপারে একটি মামলা হলেও কেউ আটক হয়নি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিরা হচ্ছে- সোহেল, পিং সাজ্জাদ হোসেন, মোস্ত,পিং হবিবর শেখ, শান্তা খাতুন, আনু খাতুন ও শিলিফা খাতুন।