যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মোবাইল ফোনে পাবজী গেম খেলার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে পাঁচ শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তকে আটক করে কারাগারে পাঠিয়েছ।
অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী নিজাম আকুঞ্জিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ বুধবার তাকে যশোর জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই এলাকার জনৈক শ্রমিক নেতার ভাইপো (৪র্থ শ্রেণির ছাত্র) স্থানীয় মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে নিজাম আকুঞ্জি তাকে পাবজি খেলার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। এসময় কাউকে বিষয়টি না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানায়। শিশুটির মা তার চাচাকে জানায়। পরে শিশুটির চাচা তার ভাইপোর কাছে ঘটনা জানতে চাইলে সে ঘটনার বর্ণনা দেয়। সে তার চাচা কে আরোও জানায় ,ইতোপূর্বে ওই লোক তার আরও চারজন বন্ধুর সাথেও একাজ করেছে বলে জানায়। চাচা ঘটনার সত্যতা যাচায় করতে তখন ওই বন্ধুদের ডেকে এনে জিজ্ঞাসা করলে তারাও বিষয়টি স্বীকার করে।
নিশ্চিত হয়ে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বর ফোনে বিষয়টি জানালে তাদের পরামর্শে অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর চাচা বাদি হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার দায়েররের পরে অভয়নগর থানা পুলিশ অভিযুক্ত কে আটক করে। আটক হওয়া নিজাম আকুঞ্জি নওয়াপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন আকুঞ্জির ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিবেশী ১০-১২ বছর বয়সী শিশুদের মোবাইল ফোনে পাবজী ও ফ্রি-ফায়ার গেম খেলার প্রলোভন দেখিয়ে প্রায়ই তার ঘরে ডেকে নিয়ে যায় ওই নিজাম আকুঞ্জি। দীর্ঘদিন ধরে সে এই অপকর্ম করে আসছিলো।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান নিজাম আকুঞ্জির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম ৫ শিশুর মেডিকেল চেকআপ করিয়ে ২২ ধারায় তাদের জবানবন্দী গ্রহণ করা হবে।