৩০ বছর আগে যেদিনে একই সাথে বাবা-মা মারা যান সেই একই দিনে দিনে মারা গেলেন ছেলে ও ছেলের স্ত্রী।
শনিবার দুপুরে কাকতলীয়ভাবে পুনরাবৃত্তির এই ঘটনায় শোকাহত রাজশাহীর বাঘা উপজেলার বৃদ্ধ মোজাহার মণ্ডল ও তার স্ত্রী জাহিদা বেগমের পরিবার।
ঘটনাটি ঘটেছে জেলার বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামে। এদিন বৃদ্ধ মোজাহার মণ্ডল ও তার স্ত্রী জাহিদা বেগম মারা যান।
মোজাহার মণ্ডলের বাবা ও মা ৩০ বছর আগে একই দিনে মারা যান ।
মোজাহার মণ্ডলের ছেলে জালাল উদ্দিন জানান, বাবা মোজাহার মণ্ডল ৭ বছর যাবত বার্ধক্যজনিত রোগে শয্যাগত এবং ৭ বছর ধরে মা জাহিদা বেগমও মানসিক ভারসাম্যহীন ছিলেন ।
ঘটনার দিন দুপুরে বাবা মোজাহার মণ্ডলের মরদেহ এবং বাড়ির পাশের পুকুরে মা জাহিদা বেগমের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।