যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ের বর্ণী গ্রামের ইসলাম মোল্যার ৫বছরের শিশু পুত্র ইব্রাহিম মোল্যাকে অপহরণ করে একটি চিঠি ফেলে রেখে যায় অপহরণকারীরা।
সোমবার দুপুরে অপহরণের এ ঘটনাটি ঘটে। অপহরণকারীদের রেখে যাওয়া চিঠিটি এ প্রতিনিধির হাতে এসেছে।
চিঠিতে যা লেখা রয়েছে, তা হুবহু তুলে ধরা হলোঃ– “ভাই ইসলাম খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনার ছেলেকে আমরা তুলে নিয়ে গেলাম কয়ন যে কেউ আমাদেরকে সুপারী দিয়েছে যে আপনার ছেলেকে মেরে দেওয়ার জন্য আমরা ছেলেটাকে মারতে চাইনা বেশি কথা বাড়াবাড়ি করবেন না ছেলেকে ফিরিয়ে পেতে হলে তিন লক্ষ টাকা নিয়ে চলে আসবেন মাওয়া ঘাটটিতে সন্ধ্যা ৬ টায়।
আমরা ওখানে অপেক্ষা করব যদি মনে করেন থানা বা পুলিশ বা মাস্তান সাথে আনবেন তা হলে জীবনে চরম ভুল করবেন ছেলে পাইবেন না যদিও পান ছেলের টুকরা টুকরা প্যাকেট যা দেখলে আপনার পৃথিবী শেষ আর একটা কথা ওইখানে লোক যাবে মাত্র এক থেকে দুই জন ছেলে টা ওর মার কাছে ফিরিয়ে দিতে চাই আর আমাদেরকে কে পাঠিয়েছে ওনার কাছে বলে দিবো যদি বেশি ঝামেলা না করে চুপচাপ টাকাটা নিয়ে চলে আসেন ছেলেকে চুপচাপ পেয়ে যাবেন।
আর আপনারা যা কিছু করবেন সব খবর আমরা পাইব। মনে রাখবেন লোক আসবেন ছেলে আনতে একজন।
মঙ্গলবার বিকালে অপহৃত শিশু ইব্রাহিম মোল্যার পিতা ইসমাইল মোল্যা জানান, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মোহাম্মাদ আলী দেখছেন। এ ব্যাপারে আমি এখন মুখ খুলতে পারছি না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার স্ত্রী বিউটি বেগম ও শ্যালক সুফিয়ান তার ছেলেকে উদ্ধার করেছে। এর চেয়ে বেশি কিছু আর বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।