ইলিয়াস হোসাইন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আলহাজ্ব সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে সামছুল হক নামের এক ব্যাক্তি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে রাষ্ট্রের নিকট জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (১০ নভেম্বর ) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব সুবিদখালী গ্রামের মৃত জোনাব আলী’র পুত্র মোঃ মনিক ও মৃত আজিজ এর পুত্র মোঃ আতিক রাত ০১টায় আমি প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা (“মানিক” ও আতিক “) আগ্নেইয়াস্ত্র ঠেকিয়ে আমাকে আমার বসত ঘর ছেড়ে দিতে বলে।
মানিকের বাসা ও ভুক্তভোগীর বাসা পাশাপাশি। এস.এ.১৬৪ ও এস.এ ৩০৯নং খতিয়ানের ৪৩নং দাগস্থ ০৩শতাংশ জমি সরকার কতৃক অধিগ্রহণকৃত। উক্ত জমিতে আমাদের উভয় পক্ষেরই পূর্ব হইতে দখল রহিয়াছে।
তিনি বলেন, বরগুনা জেলার সদর থানাধীন গৌরীচন্না ইউনিয়নে দক্ষিণ খান সাতলী এলাকার রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি জনিত কারনে ডাকাতির মামলার তিন নাম্বার আসামী মানিক।
সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন, ভুক্তভোগীর ছেলে ও শাশুড়ী।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।