যশোরে ইজিবাইক চালক কে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দূর্বৃত্তরা।
বুধবার ভোররাতে জেলার উপশহর এলাকার ঘুরুলিয়া মাঠে এঘটনা ঘটে ।
নিহত ইজিবাইক চালক আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মাজেদুল ইসলাম জামানের ছেলে।
নিহত আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, মধ্যরাতে স্থানীয় কিছু লোকজন এসে জানান, তার ভাইয়ের গলাকাটা মরদেহ মাঠের মধ্যে পড়ে আছে। তাদের মুখে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে গিয়ে আমার ভাইয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।