রাজবাড়ীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত আব্দুল লতিফ জেলার বানিবহ ইউনিয়নের বাসিন্দা , ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । এছাড়া তিনি এবারের নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১ টার দিকে নির্বাচনের কাজ শেষ করে সে বাড়ীতে ফেরার সময় বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির এলাকায় পৌছালে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
বানিবহ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে । এসময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, চেয়ারম্যান কে কে বা কারা কি কারণে খুন করেছে সেটা উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে কারন উদঘাটন করা হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।