এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ শে এপ্রিল (সোমবার) বিকেল ৬:০০টায় বালারহাট বাজার পরশ পাথর চত্বরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী মৎস জীবীলীগের নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি নুরুল হুদা পল্লব এর সভাপতিত্বে এবং শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল পারভেজের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস জীবী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি মোস্তফা জমিদার,সবেক জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ আলী পোদ্দার রতন,বাংলাদেশ আওয়ামী মৎস জীবী লীগের উপজেলা শাখার আহবায়ক আতাউর রহমান রতন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী,ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল খালেক বসুনিয়া যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক প্রমূখ।