ডেস্ক নিউজ।।
বাংলাদেশের আকাশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়নি। সেই হিসেবে আগামী মঙ্গোলবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।এরফলে আগামীকাল সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
রোববার (২ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।