1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১২৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতের রেকর্ড অনুযায়ী চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন রোগী ভর্তি হয়, তবে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এখনো ভর্তি রয়েছেন ৭ জন।

হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় ডেঙ্গু ওয়ার্ডে ৫ জন পুরুষ রোগী এবং ৮ তলায় ১৩ নম্বর কেবিনে ১ জন পুরুষ এবং ১৫ নম্বর কেবিনে একজন মহিলা রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তরা হলেন উলিপুর উপজেলা দূর্গাপুর ইউনিয়নের মকবুল হোসেন (৫২), তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকার নুর মোহাম্মদ (৪৮), কুড়িগ্রাম সদরের বৈরাগী বাজারের সম্রাট মিয়া (৩১), পশুর মোড় এলাকার মিলন মিয়া (২৭), কুড়িগ্রাম সরকারী কলেজের ইংরেজি ২য় বর্ষের ছাত্র বায়জিদ বোস্তামী (২২), ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা এলাকার মিজানুর রহমান (২৮) ও নাগেশ্বরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমিতা রানী (৪৫)।

আক্রান্তদের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রায় সকলেই ঢাকায় বিভিন্ন কাজে বেড়াতে গিয়ে মশকবাহী এই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মাইনুদ্দিন আহমেদ ও কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সাজ্জাদুর রহমান জানান, “রোগীদের কেউ স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়নি, ঢাকায় বিভিন্ন কাজে বেড়াতে গিয়ে জ্বর ও নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তাদের ডেঙ্গু শনাক্ত হয়। আমরা ডেঙ্গু রোগীদের আন্তরিকভাবে সেবা প্রদান করছি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ জানান, ডেঙ্গু ওয়ার্ডে ৫ জন পুরুষসহ কেবিনে ১ জন পুরুষ এবং ১ জন মহিলা ডেঙ্গু রোগী ভর্তি আছেন, তাদের নিবিড় পরিচর্যা চলছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধ করার জন্য সকলের সচেতনতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews