বিলাল মাহিনী। কবি নাঈম নাজমুল (পুরো নাম নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ) ১৯৭১ সালের ৩রা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নম্বর বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কবি এম এম নাজমুল হক, মাতা হাচিনা বেগম। দাদার নাম জিতু মোল্যা, কবির পরদাদা আঃ জব্বার মোল্যা ছিলেন একজন প্রখ্যাত জারি গানের বয়াতি।
কবি নাঈম নাজমুল সাংস্কৃতিক পরিবারে জন্ম গ্রহণ করেন, তিনি ইংরেজি সাহিত্যে সম্মানসহ এম এ এবং বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন । তিনি বর্তমানে ওসিএলএসডি হিসেবে কালীগঞ্জ ঝিনাইদহ কর্মরত আছেন। দশম শ্রেনীতে পড়া কালীন পিতার হাত ধরে লেখা লেখি শুরু করেন তিনি, আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্থায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হন, তিনি বিটিভি এবং খুলনা বেতারের একজন গীতিকার, তিনি অসংখ্য কবিতা ও গান লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার’ (একুশে বইমেলা ২০১১),’ কাব্যগ্রন্থ ‘তারপর পর একদিন’ বইমেলা ২০১৫, কাব্য গ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে ‘(একুশের বই মেলা ২০২১)।
তিনি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটি’ (অভয়নগর, যশোর) এর সভাপতি, ‘বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কবি এম এম নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার’ চাকই, বাশুয়াড়ী, নড়াইল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, তিনি সহ-সভাপতি ইতিহাস সম্মিলনী যশোর জেলা শাখা ,আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট লাইব্রেরী অভয়নগর যশোর, সদস্য বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর, উপদেষ্টা কৃষ্টিবন্ধন যশোর,উপদেষ্টা অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, উপদেষ্টা কবি মধুসূদন পদ্মনাভ ফাউন্ডেশন ঝিকরগাছা যশোর, উপদেষ্টা চারণকবি সাইফুল ইসলাম স্মৃতি সংসদ নড়াইল, উপদেষ্টা ভৈরব সংস্কৃতি কেন্দ্র ও সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার। বর্তমানে তিনি বৃহত্তর যশোরের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন, এই কবির জন্মদিনে তাকে শুভেচ্ছা ও তার দীর্ঘ জীবন কামনা করেছেন ভৈরব সংস্কৃতি কেন্দ্র’র নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।