স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন (দুদক) এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পদচ্যুত ও পলাতক সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের হদিস মিলেছে। দুদকের তদন্তে উঠে এসেছে, নিক্সন এবং তার স্ত্রী তারিন হোসেন বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি এবং তার স্ত্রী এই অবৈধ অর্থ লুকাতে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। দুদকের তদন্তে এই তথ্য প্রকাশিত হওয়ার পর দেশবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।