1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
পিতার কাঁধে ডাক্তার সন্তানের লাশ, চিতায় পুড়ে স্বপ্ন ধুলিস্যাৎ!  - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

পিতার কাঁধে ডাক্তার সন্তানের লাশ, চিতায় পুড়ে স্বপ্ন ধুলিস্যাৎ! 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। একমাত্র আদরের সন্তানের লাশ কাঁধে নিয়ে চিতায় পুড়িয়ে সব স্বপ্ন ধুলিস্যাৎ করে দিলেন শিক্ষক পিতা। শ্যামনগর পৌরসভার চন্ডীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক অচিন্ত্য কুমার মন্ডল একমাত্র পুত্র ডাক্তার অর্ঘ্য অমৃত মন্ডল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে ট্রাকচাপায় তার মৃত্যু হয় এবং তার স্ত্রী মিতু মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক থাকায় মিতুকে ওই রাতেই ঢাকায় নিয়ে যাওয় হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ডাক্তার সন্তানের মৃতদেহ বুকে জড়িয়ে রাতে বাড়িতে নিয়ে আসেন। তারপর তাকে স্নান করিয়ে বুকে পাষাণ বেঁধে সন্তানের লাশ কাঁধে নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে গ্রামের বাড়ি কামালকাঠিতে চিতায় তুলে দিয়ে নিজ হাতে মুখাগ্নি করেন জন্মদাতা পিতা। তরুণ চিকিৎসকের মৃত্যুতে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতন বিরাজ করছে।

অপর দিকে ডাক্তার অর্ঘ্য অমৃত মন্ডল এর স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মিতু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গোপালগঞ্জের কাশিয়ানীর ঘোনাপাড় হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, সাতক্ষীরা থেকে এই দম্পত্তি মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন।

আবুল হাশেম মজুমদার আরও জানান, আহত প্রতিভা সরকার মিতুর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews