প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে শ্যামনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সোমবার ৩রা জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলা সদরের কৃষক দলের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
এতে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহবায়ক এবং আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে চারজনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এরা হলেন, আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান ও মো: আখতারুল ইসলাম।
এর আগে সকালে সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় বিএনপির খুলনা বিভাগীয় টিম।