পাবনার ভাঙ্গুড়ায় এক মাদ্রাসা প্রহরী ও মসজিদের ইমাম আব্দুল গণিকে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মাদক সেবনের টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পাবনার চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, গ্রেপ্তার হওয়া দুই কিশোরের বয়স যথাক্রমে ১৪ ও ১৬ বছর। তারা বৃদ্ধমরিচ ও চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত সোমবার রাতে (১০ জুন), চন্ডিপুরের সিকেবি আলিম মাদ্রাসার থাকার কক্ষে আব্দুল গণির ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় দুই কিশোর। পুলিশ জানায়, তারা আগে থেকেই ‘ডান্ডি’ (গাম) খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ভুক্তভোগীর জমানো টাকা লুটের উদ্দেশ্যেই এই হামলা চালায়।
হামলার পর গণিকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় কিশোররা। পরদিন সকালে তাদেরই একজন ভিকটিমের ছেলেকে ফোনে জানায়, কে বা কারা তার বাবাকে কুপিয়ে আহত করেছে। ঘটনাকে ভিন্ন খাতে নিতে এমন কৌশল নেয় তারা। এমনকি এক কিশোর স্বজনদের সঙ্গে হাসপাতাল পর্যন্ত যায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ দুজনকেই শনাক্ত করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ বলছে, ঘটনাটি শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, বরং কম বয়সী কিশোরদের মধ্যে মাদকাসক্তির ভয়াবহতা এবং অপরাধপ্রবণতা কেমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তার একটি নির্মম উদাহরণ।