ডেস্ক নিউজ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিন বহু মানুষকে হত্যা করছেন এবং এর প্রতিক্রিয়ায় মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “পুতিনের ওপর আমি খুশি নই। তিনি বহু মানুষকে হত্যা করছেন, যাদের মধ্যে অনেকেই রুশ সৈন্য, আবার অনেকে ইউক্রেনীয় সৈন্য। এখন প্রতি সপ্তাহে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যাচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, রাশিয়ার সঙ্গে তার কথোপকথনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মস্কোর ‘আগ্রহের অভাব’ নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। গত শুক্রবার তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ফোনালাপে বিষয়টি উঠে আসে।
সাম্প্রতিক সময়ে পেন্টাগন ইউক্রেনে অস্ত্র সরবরাহের কিছু অংশ স্থগিত করলেও ট্রাম্প বলেন, “আমরা ইউক্রেনে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছি এবং আমি তা অনুমোদন করেছি। কারণ পুতিন মানুষের সঙ্গে সঠিক আচরণ করছেন না।”
এদিকে, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে সিনেটে প্রস্তাবিত একটি বিল নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি এটিকে খুব জোরের সঙ্গে দেখছি।”
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৯ জুলাই এসব তথ্য সামনে আসে।