ডেস্ক নিউজ।
রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানির চাপ বেড়ে যাওয়ায় বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আড়াই ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৪৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৭৬ ফুট এমএসএল, যা প্রায় ধারণক্ষমতার কাছাকাছি (১০৯ ফুট)। ফলে জলকপাট খুলে পানি ছাড়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাতে জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খোলা হয়, যা পরে রাতেই এক ফুট বাড়ানো হয়। পরদিন পানির চাপ আরও বেড়ে যাওয়ায় আড়াই ফুট করে খুলে দেওয়া হয় জলকপাট।
এদিকে হ্রদের আশপাশের কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। পানি কমাতে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলছে, এতে অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে।