নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৩ আগষ্ট) দুপুরে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মো. রশিদ হোসেন, পান্না মিয়া প্রমুখ। শ্রমিকরা ভ্যান শ্রমিক লিমন শেখ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।