নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে এক গৃহবধূকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইফুল গাজী অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া মধ্যপাড়া এলাকায় সাইফুল গাজীর চার বছরের ছেলে আবু সাইফ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় প্রতিবেশী মো. ওমর মোল্যা খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অন্যত্র নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে শিশুর মা বন্যা খাতুন বাধা দিলে ওমর মোল্যা ও তার বাবা হাবিবুর মোল্যা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে ওমর মোল্যা হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বন্যা খাতুনকে আঘাত করে। প্রথম আঘাতটি ওই নারীর ডান চোখে লাগে। এরপর বন্যা খাতুনের নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। এসময় অভিযুক্তরা গৃহবধূর গলা টিপে হত্যার চেষ্টা চালায় এবং তার পরিহিত পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তিরত অবস্থায় আছেন।
থানার ওসি আবদুল আলিম জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।