1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চবিতে সংঘর্ষকে কেন্দ্র করে প্রশাসনের সিদ্ধান্ত কী? ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয় কুষ্টিয়া সীমান্তে ৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ ক্ষমতায় গেলে শক্তিশালী রাষ্ট্র গড়বে বিএনপি,দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা জীবিকার তাগিদে ডাকাত আতঙ্ক উপেক্ষা করে সুন্দরবনে জেলেদের প্রবেশ শ্যামনগরে বেড়িবাঁধের অবৈধ নাইন্টি পাইপ অপসারণ করায় পাউবো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ সেনা নিহত ৩৮ লাখ টাকার বিনিময়ে নথি হস্তান্তর, চাকরি হারালেন কর কমিশনার মিতু একই প্রতিষ্ঠানে টানা দু’বারের বেশি সভাপতি হতে পারবেন না কেউ

খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় ভাঙন কবলিত খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাজারের খোলপেটুয়া নদীর ফেরিঘাটে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জিএম হাবিবুল্লাহ, আইয়ুব আলী, হারুন আর রশীদ, হাবিবুর রহমান হাবিব, রেজাউল ইসলাম রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদী থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। আশাশুনি হিজলার চর থেকে বালি উত্তোলনের ইজারা পেলেও তারা সেখান থেকে বালু উত্তোলন না করে শ্যামনগর উপকূলীয় দুগার্বাটি, জেলখালী, ঝাপা, বিড়ালাক্ষ্মী, জেলিয়াখালীসহ ভাঙন কবলিত এলাকা থেকে রাত-দিন অবৈধ ভাবে নদী থেকে বালু লুট করা হচ্ছে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, হুমকির মুখে রয়েছে হাজারো মানুষের জীবিকা ও নিরাপত্তা। তারা আরও বলেন নৌ-থানাকে জানানো হলে তারা এসে ঘুরে দেখে যায় কিন্তু কোন ধরনের পদক্ষেপ নেন নাই। প্রশাসনের নজরদারির অভাবে বালু খেকোরা প্রকাশ্যেই নদী থেকে বালু তুলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews