বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও বাংলামোটরে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ দুটি বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণ ঘটে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ার মোড়ে রাত ১০টার দিকে। এরপর রাত পৌনে ১২টার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিশ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, রমনা থানার উপপরিদর্শক (এসআই) অরুক তালুকদার বাংলামোটরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।