রাজশাহী প্রতিনিধি।
রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল ‘ডক্টরস ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান ঘিরে রাখে।
অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, দেশীয় অস্ত্র ছয়টি, ওয়াকিটকি, জিপিএস, ট্রাজারগান, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস ও নথি। এছাড়া মদের বোতলও জব্দ করা হয়।
প্রতিষ্ঠানটি পরিচালনা করেন মুনতাসিরুল অনিন্দ্য, যিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনী এখনো পুলিশের কাছে কিছু হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।