বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অন্ধ্রপ্রদেশে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে রেল লাইনের ধার থেকে কাদির শেখ নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পরিবার।
পরিবারের অভিযোগ, ৩২ বছর বয়সী কাদিরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় এক ঠিকাদারের ভূমিকা থাকতে পারে। তারা দাবি করেছে, ওই ঠিকাদারের কাছে কাদিরের লক্ষাধিক টাকা পাওনা ছিল।
ফরাক্কা ব্লকের ইমামনগর গ্রামের বাসিন্দা কাদির প্রায় ৮-৯ বছর ধরে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। চলতি মাসের শুরুতে তিনি অন্ধ্রপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। প্রায় তিন বছর ধরে তিনি ওই ঠিকাদারের অধীনে কাজ করছিলেন।
পরিবার জানায়, ঘটনার একদিন আগে কাদির নিখোঁজ হন। এরপর শনিবার রাতে তারা খবর পান রেল লাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শ্রমিকের গ্রামে।