বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ঘিরে রাষ্ট্রপতি হওয়ার জল্পনা জোরালো হলেও তিনি নিজে তা সরাসরি নাকচ করেছেন। সম্প্রতি ব্রাসেলসে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুনির বলেছেন, তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং তিনি দেশের সেবক মাত্র।
সাবেক সামরিক শাসক আয়ুব খান, ইয়াহিয়া খান ও পারভেজ মুশারফের মতো সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার সম্ভাবনা নিয়ে পাকিস্তানের রাজনীতিতে নানা আলোচনা চলছে। গুঞ্জন আছে, মুনির বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে সরিয়ে ক্ষমতায় আসতে পারেন। তবে মুনির বলেছেন, “আমি সেনা, দেশের জন্য শহিদ হওয়াই আমার স্বপ্ন।”
তিনি অভিযোগ করেছেন, ভারতের সংবাদমাধ্যম বিশেষ উদ্দেশ্যে এ ধরণের খবর ছড়াচ্ছে এবং পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও এতে সায় দিচ্ছে। তার দাবি, পাকিস্তানে অশান্তি তৈরির জন্যই এমন জল্পনা ছড়ানো হচ্ছে। ভারতকে তিনি এসব কার্যকলাপ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানকে উদ্দেশ করে মুনির স্পষ্ট বার্তা দিয়েছেন, তালিবানরা যেন কোনওভাবে পাকিস্তানে প্রবেশ করতে না পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেছেন, পাকিস্তান দুই দেশের সঙ্গেই ভারসাম্য বজায় রাখবে এবং সমান প্রাধান্য দেবে।