1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নুর কে মারপিটের ঘটনায় জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর নেত্রকোণায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা,পাল্টা হামলায় নিহত আরো ২ দৌলতপুরের ১৯৪ শিক্ষার্থী ২০২২ সালে বৃত্তি পেলেও এখনও বৃত্তির অর্থ পায়নি! বুটেক্সের আবাসিক হলগুলোতে আয়োজিত হলো হল ফেস্ট-২০২৫ চবি শিক্ষার্থীদের ওপর হামলায় প্রক্টরসহ আহত ৩০ নেত্রকোণা জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ, লিটনের নতুন রেকর্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ আইসিইউতে নুর, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

নুর কে মারপিটের ঘটনায় জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০ জন খবরটি পড়েছেন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন নুর।

তাকে নিয়ে এবং এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টা দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন-

২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নুর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে হলেও ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন এই রাজনীতিবিদ। কেবল শারীরিকভাবেই না, বিভিন্ন মহল থেকে তাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়।

কিন্তু এতকিছুর পরও নুর কখনোই দমে যাননি, বরং প্রতিবার আঘাতের পর আরও সাহসী ভূমিকায় তিনি ফিরে এসেছেন। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।

যারাই আজ নুরের ওপর এই নোংরা হামলার ধৃষ্টতা দেখালেন, তাদের প্রতি একরাশ ঘৃণা।

এদিকে শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়েছে, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।

স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে শুক্রবার রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে, তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে।

একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews