1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা,পাল্টা হামলায় নিহত আরো ২ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের অভিযোগ না নিয়ে উলটো সাংবাদিকের বিরুদ্ধে মামলা শ্যামনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সেনা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোলাচালানী পণ্য জব্দ যশোরে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অভয়নগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম আতঙ্কে এলাকাবাসী আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ভোরের সাড়ে তিন ঘণ্টায় বিশেষ নজরদারি শুরু ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ছাত্র বহিষ্কার

নেত্রকোণায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা,পাল্টা হামলায় নিহত আরো ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

নেত্রকোণায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় তিনজন নিহত ও আরো কয়েকজন আহত হবার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, জমি সহ পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- দুজাহান মিয়া (৪৮),নূর মোহাম্মদ (৩০) ও রফিক মিয়া (৪৬)। তাদের মধ্যে দুজাহান মিয়া ওয়ার্ড বিএনপির নেতা ও মৌগাতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তি নূর মোহাম্মদ একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এই ঘটনায় নিহত রফিক মিয়াও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাটি গ্রামের দুজাহান মিয়া ও প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। গতকাল রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে দুজাহান মিয়ার ওপর হামলা হয়।

গ্রামের স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, জেলা বিএনপির সম্মেলন শেষে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন দুজাহান মিয়া। পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জেরে রাত সাড়ে ১০টার পর দুজাহান মিয়ার পক্ষের লোকজন পাল্টা হামলা চালায়। তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নূর মোহাম্মদ ও রফিক মিয়া।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। এসময় আহত রফিক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews