বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, ৭টা ১২ মিনিটে মসজিদে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে নিকটস্থ দুটি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।