বিডিটেলিগ্রাফ ডেস্ক।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী অভিযোগ করেছেন, বিমানে করে দেশে ফেরানোর সময় তাদের শিকল, হাতকড়া ও পায়ের কড়া পরিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়েছিল। খাবার হিসেবে দেওয়া হয়েছিল সামান্য পাউরুটি ও পানি।
২৯ বছর বয়সী রুবেল (ছদ্মনাম) জানান, ৬০ ঘণ্টার যাত্রায় তাকে অপরাধীর মতো বেঁধে রাখা হয়েছিল। শৌচাগারে যাওয়ার সময়ও হাতকড়া পুরোপুরি খোলা হয়নি। একই অভিযোগ তুলেছেন অন্য ফেরত আসা যাত্রীরাও।
সূত্র অনুযায়ী, গত ২ আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এর পর বিশেষ ভাড়া করা চার্টার্ড ফ্লাইটে আরও ৩০ জনকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অমানবিক আচরণ অস্বীকার করা হয়েছে। বাংলাদেশের পুলিশের ইমিগ্রেশন ডিআইজি মোয়াজ্জেম হোসেনও বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানিয়েছেন, কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে এবং সরকার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ জানিয়েছে।