বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে দুর্দান্ত জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স।
ইতালির হয়ে দুটি গোল করেছেন মাতেও রেতেগুই। বাকি গোলগুলো করেছেন মোইস কিন, জিয়াকোমো রাশপাদোরি এবং আলেসান্দ্রো বাস্তনি। ফ্রান্সের হয়ে গোল করেন মাইকেল ওলিস ও কিলিয়ান এমবাপ্পে। খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও বিরতির আগে গোলের দেখা পায়নি ইতালি। ম্যাচের ৫৮ মিনিটে কিনের গোলে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান রেতেগুই। দুই মিনিট পর রাশপাদোরি স্কোরলাইন ৩-০ করেন।
এরপর ৮২ মিনিটে রেতেগুই নিজের দ্বিতীয় গোল করেন। ইনজুরি টাইমে বাস্তনির গোল ইতালিকে ৫-০ ব্যবধানের জয় এনে দেয়।এদিকে, ফ্রান্স ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ১০ মিনিটে বারকোলোর পাস থেকে গোল করেন ওলিস। ইউক্রেন দ্বিতীয়ার্ধে ফিরতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ দিকে এমবাপ্পের গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।