বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজায় হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে সোমবার থেকে নতুন করে ব্যাপক হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্সে পোস্ট করে এটিকে “শেষ সতর্কবার্তা” আখ্যা দেন এবং জিম্মিদের মুক্তি না দিলে গাজা ধ্বংসের হুমকি দেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেওয়া সর্বশেষ প্রস্তাবে যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাসকে ৪৮ জন জিম্মি ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একে হামাসের জন্য শেষ সুযোগ বলেছেন। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের ঘোষণা ছাড়া তারা জিম্মি মুক্তি দেবে না।
এদিকে সোমবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাংবাদিক ওসামা বালুশাও রয়েছেন। চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৫০ সাংবাদিক নিহত হয়েছেন, যা আধুনিক ইতিহাসে সংবাদকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৬৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৯৩ জনে। ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় হিসেবে দেখছে।
২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ নিহত হওয়ার পর থেকে এ যুদ্ধ চলছে। ইসরায়েল বলছে, হামাস আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না, আর হামাসের দাবি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া অস্ত্র ছাড়বে না।