পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল লিগ। বুধবার (১০ সেপ্টেম্বর) লিসবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। দেশের হয়ে অসাধারণ সাফল্যের জন্য এই পুরস্কার পান রোনালদো, যিনি জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল এবং ইউরো ও নেশনস লিগ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় তিনি সতীর্থ, কোচ ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের হয়ে যেকোনো কিছু জেতা তার জন্য গর্বের বিষয়।
সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে ৩৯ গোল করে রোনালদো গড়েছেন নতুন রেকর্ড, যেখানে তিনি বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছেন। আর একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপ বাছাই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি।