বিডিটেলিগ্রাফ ডেস্ক।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।
ইনিংসের শুরুতেই হংকংকে চাপে ফেলে টাইগাররা। তাসকিন আহমেদের বলে অংশুমান রাঠ ক্যাচ আউট হয়ে ফেরেন ৭ রানে। পরে তানজিম হাসান সাকিব বোল্ড করেন বাবর হায়াতকে। ফলে ৪.৪ ওভার শেষে ৩০ রানে ২ উইকেট হারায় হংকং।
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারা হংকং জয়ের জন্য মরিয়া হয়ে নামলেও বাংলাদেশ চাইছে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে। ২০১৪ সালের বিশ্বকাপে হংকংয়ের কাছে হারের স্মৃতি টাইগারদের সামনে থাকলেও কাগজে-কলমে শক্তির দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশ।