গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন গণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ২৭ বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহামিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাস সেবাকে কেন্দ্র করে এক ধরনের নাটক চলছে। বলা হয় বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে নানা অনিয়ম চোখে পড়ে। আমাদের সুবিধার কথা চিন্তা করার কথা থাকলেও প্রশাসনের পদক্ষেপ উল্টো ভোগান্তি বাড়াচ্ছে।”
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামজিদা রাখি বলেন, “পরিবারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়, সেমিস্টার ফি দিতে কষ্ট হয়। সেখানে লোকাল বাসের তুলনায় বেশি ভাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার আমাদের জন্য বাড়তি চাপ।”
রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ আক্তার ওলিভের অভিযোগ, প্রতিদিন মানিকগঞ্জ থেকে নীলাচল পরিবহনে যাতায়াত খরচ হয় ৬০ টাকা, অথচ বিশ্ববিদ্যালয়ের বাসে একই রুটে ৯২ টাকা। মাস শেষে ৬০০ টাকা বেশি গুনতে হবে কেন? যে পরিবহন সেবা চালু করা হচ্ছে, তা বরং আমাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। একই সুরে ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, লোকাল বাসে মাসে মোট খরচ হয় ১৭৬০ টাকা।
অথচ বিশ্ববিদ্যালয়ের বাসে দিতে হবে ১৮০০ টাকা। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে এত টাকা বাস ভাড়া নিলে লোকাল বাস আর এই বাসের মধ্যে পার্থক্য রইলো কই? শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এই ভাড়ার তালিকা সংশোধন করে নামমাত্র কিছু ভাড়া (৮০০ টাকা) আদায় করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বাস ভাড়া পরিবহন শাখার কমিটির আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অসন্তোষ সম্পর্কে আমি অবগত নই। বাস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস জানান, ক্যাম্পাস থেকে মানিকগঞ্জ, চন্দ্রা রোডে ২ টি বাস চালু করা হবে। বাস ২ টি চালু হচ্ছে ২ মাস ১৫ দিনে পরীক্ষামূলকভাবে পরীক্ষার জন্য ।
তিনি আরও বলেন, পরীক্ষামূলক পরীক্ষায় বাস ভাড়ার টাকা যদি শিক্ষার্থীদের টাকা থেকে ভর্তুকির প্রয়োজন না হলে ভাড়া কমানো হবে। যদি ভর্তূকি দিতে হয় তাহলে ভাড়া আরো বাড়তে পারে। বাস পরিচলানায় হেল্পার নিয়োগ, তাদের বেতন, বাস মেরামত সহ আরো খরচ আছে। সকল কিছু বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়েছে।