চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই কোয়াড্রাপলেট শিশুদের জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুই ছেলে ও দুই কন্যা রয়েছে।
চিকিৎসকরা জানান, মা ও সন্তান বর্তমানে সুস্থ আছেন, তবে শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। নবজাতকদের ওজন যথাক্রমে ১.৪, ১.৩ এবং দুটি ১.২ কেজি করে। সাধারণত একটি সুস্থ নবজাতকের গড় ওজন হয় ২.৮ থেকে ২.৯ কেজি।
অপারেশনে নেতৃত্ব দেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ও রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম। তিনি বলেন, এটি ছিল কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। দীর্ঘদিনের চিকিৎসা ও জটিলতা পেরিয়ে মা ও সন্তানদের সুস্থভাবে পৃথিবীতে আনা সম্ভব হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল ও মে মাসে চট্টগ্রামেই আরও দুটি বিরল একাধিক সন্তানের জন্মের ঘটনা ঘটে। ২৭ এপ্রিল এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তান এবং ১০ মে অপর এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।