নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরের বাস স্ট্যান্ড থেকে পুলিশের বিশেষ শাখা ডিএসবির সদস্যের তথ্যে সাত বস্তা পলিথিন জব্দ করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলিথিনগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শ্যামনগর বাস স্ট্যান্ড-গোপালপুর সড়কের লতিফ ফটোস্ট্যাট সংলগ্ন এলাকা থেকে একটি ভ্যানে থাকা পলিথিনগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত সাত বস্তা পলিথিন জব্দ করে থানায় নেওয়া হয়। তবে এ সময় পলিথিনের কোন মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন আদালত বসিয়ে জব্দ করা পলিথিন পুড়িয়ে ফেলার আদেশ দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় প্রাঙ্গণে এসব পলিথিন পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন নষ্ট করা হয়।