বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।
সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও মাল্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। এছাড়া নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইনও এ তালিকায় যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগের দিন রবিবার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই সিদ্ধান্ত নিয়েছিল। আন্তর্জাতিক মহলে গাজায় চলমান যুদ্ধ, ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ইতিপূর্বে জুলাই মাসে ইউরোপজুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচারণার নেতৃত্ব দেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর ১২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ‘গাজা পরিকল্পনা’ বা ‘নিউ ইয়র্ক ঘোষণাপত্র’ গৃহীত হয়, যাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে শান্তির রূপরেখা তুলে ধরা হয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই উদ্যোগকে শুরু থেকেই বিরোধিতা করেছে। জুলাইয়ের সম্মেলন তারা বয়কট করে এবং ঘোষণার বিরুদ্ধেও ভোট দেয়।
জাতিসংঘ আশা প্রকাশ করেছে, আসন্ন এই সম্মেলন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়ার রোডম্যাপে নতুন প্রাণ সঞ্চার করবে।