বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে এক যুবকের পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ ও কয়েকটি কলম উদ্ধার করা হয়েছে। আক্রান্ত যুবক সচিন মাদকদ্রব্যে আসক্ত ছিলেন। পরিবার তাকে নেশামুক্ত করতে হাপুরের একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে।
চিকিৎসক ও কেন্দ্রের কর্মীদের তথ্য অনুযায়ী, সেখানে সামান্য খাবার দেওয়া হতো এবং পরিবারের পাঠানো খাবারের বেশিরভাগই কর্মীরা আটকে রাখতেন। ক্ষুধা মেটাতে না পেরে সচিন প্রথমে ক্যান্টিন থেকে চামচ ও অন্য রোগীদের টুথব্রাশ চুরি করে খাওয়া শুরু করেন। ধীরে ধীরে এগুলোর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন।
সম্প্রতি তীব্র পেটব্যথায় ভুগতে শুরু করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে ও সিটি স্ক্যানে পাকস্থলীতে অস্বাভাবিক পদার্থ ধরা পড়ে। অস্ত্রোপচারের পর তার শরীর থেকে বিপুল পরিমাণ ওই বস্তুগুলো উদ্ধার করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো অস্ত্রোপচার না হলে রোগীর জীবনহানির আশঙ্কা ছিল। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।