ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলায় চিতাবাঘের আক্রমণে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুন্নারের কুমশেত গ্রামের ঠাকর বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সিদ্ধার্থ প্রবীণ কেড়কর। তিনি স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা কাজে বাইরে থাকায় সিদ্ধার্থ বাড়ির উঠানে বই নিয়ে পড়তে বসে। ওই সময় চিতাবাঘ এসে তাকে কামড়ে বনের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত দেহ খুঁজে পান।
পুনে পুলিশ জানায়, চলতি বছরে জেলায় চিতাবাঘের আক্রমণে এটি দ্বিতীয় প্রাণহানি। এর আগে এপ্রিল মাসে শিরুরের ইনামগাঁওয়ে বাড়ির বাইরে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধাকে হত্যা করেছিল চিতাবাঘ। গত বছর একই জেলায় নয়জন নিহত এবং নয়জন আহত হয়েছিলেন চিতাবাঘের আক্রমণে।