আসন্ন ২০ সেপ্টেম্বর (সোমবার) স্থগিত যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে নওয়াপাড়া পৌরসভায় নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে বিজয়ী করতে একাট্টা হয়ে শেষ মুহুর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগের সাথে রোজ যুক্ত হচ্ছেন জেলা নেতারাও। কেবল আওয়ামী লীগই নয় দলটির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও দিন রাত পৌরসভার একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন। আর তাদের এ পাল্লায় প্রতিদিনই যুক্ত হচ্ছেন জেলার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এরই অংশ হিসেবে শনিবার সকালে (১৮ সেপ্টেম্বর) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক জরুরীসভা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে জরুরীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ।
এসময় বক্তব্য রাখেন, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিঃ আরশাদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল ফারুক হ্যাপি, জেলা আওয়ামী লীগ নেতা ও কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগ নেতা এস এম সাঈদ, তৌহিদুজ্জামান ওয়াছেল, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে মেয়র প্রার্থীর সমন্বয়কারী ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্তকে সাথে নিয়ে নওয়াপাড়া বাজারে গণসংযোগ করেন।
অপরদিকে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত তরুন, রাজু রানা, সাগর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, হামিদ বিজয়, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল, জসিম উদ্দিন সরদার সহ উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে নওয়াপাড়া বাজারে গনসংযোগ করেন। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ নওয়াপাড়া পীরবাড়ী মাজার জিয়ারত করেন।