অভয়নগর উপজেলা কৃষকলীগের সভাপতি ও বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শেখ গোলাম হোসেন অসুস্থ থাকায় তাকে দেখতে তার বাসায় হাজির হন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে বাঘুটিয়া ইউনিয়নের বুনরামনগর এলাকায় অসুস্থ কৃষকলীগ নেতাকে দেখতে যান, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের নেতা গাজী রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ, পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, সাধারণ সম্পাদক মিজান আকুঞ্জি, কৃষকলীগ নেতা শেখ তবিবুর রহমান, কাশেম মুন্সি, ইমদাদ হক মোল্যা, যুবলীগ নেতা মুকিত মোল্যা, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা বাবু সরদার, জয় বাঘা, নোমান সরদার প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কৃষকলীগ নেতার সুস্থতা কামনা করা হয়।